TED Talks with Bengali transcript

এরিক জোহান্সন: আলোকচিত্রে অসম্ভবের রূপায়ণ

TEDSalon London Fall 2011

এরিক জোহান্সন: আলোকচিত্রে অসম্ভবের রূপায়ণ
4,175,147 views

ফটোশপ বিশেষজ্ঞ এরিক জোহান্সন অসম্ভব ঘটনার বাস্তব রূপ দিয়ে থাকেন তার আলোকচিত্রে। বিশেষ মুহূর্তকে ধারণের চেয়ে অভিনব কোন ভাবনাকে প্রকাশে তিনি স্বতন্ত্র। বাস্তব বিভিন্ন ছবি ব্যবহার করে কী করে অদ্ভুত ও দৃষ্টিনন্দন আলোকচিত্র তৈরি করা যায় এই ভিডিওতে তিনি ব্যাখ্যা করেছেন ।

ক্লে শার্কি: কেন SOPA আইন একটি খারাপ উদ্যোগ

TEDSalon NY2012

ক্লে শার্কি: কেন SOPA আইন একটি খারাপ উদ্যোগ
1,582,800 views

আমাদের বর্তমান সামাজিক যোগাযোগের বিশ্বে PIPA/SOPA আইন কী গুরুত্ব বহন করে? TED-এর দপ্তরে ক্লে শার্কি একটি পূর্ণ পরিপত্র প্রকাশ করেছেন - যাতে তিনি সৃষ্টি, আলোচনা, লিংক এবং শেয়ার করায় আমাদের প্রতিনিয়ত সক্রিয় থাকার স্বাধীনতাকে রক্ষা করার কথা বলেছেন।

মিক্কো হাইপ্পোনেনঃ তিন ধরনের অনলাইন আক্রমণ

TEDxBrussels

মিক্কো হাইপ্পোনেনঃ তিন ধরনের অনলাইন আক্রমণ
1,057,532 views

সাইবার অপরাধ বিশেষজ্ঞ মিক্কো হিপ্পোনেন আমাদের উপাত্ত এবং ব্যক্তিগত গোপনীয়তার উপর তিন ধরনের অনলাইন আক্রমণের কথা বলছেন এবং এর মধ্যে দুইটি অপরাধ হিসেবে বিবেচিত। " আমরা কি অন্ধভাবে যেকোন ভবিষ্যত সরকারকে বিশ্বাস করবো? কারণ আমরা যখন কোন অধিকার ফিরিয়ে দেই, আমরা তা চিরতরে ছেড়ে দেই।"

জন বোহান্ননঃ নাচ আর পাওয়ারপয়েন্ট, একটা সাধাসিধে প্রস্তাব

TEDxBrussels

জন বোহান্ননঃ নাচ আর পাওয়ারপয়েন্ট, একটা সাধাসিধে প্রস্তাব
548,132 views

পাওয়ারপয়েন্ট ব্যবহার করার পরিবর্তে নাচ ব্যবহার করা হোক। সেটাই বিজ্ঞানলেখক জন বোহান্ননের "সাদাসিধে প্রস্তাব" । ব্ল্যাক লেবেল আন্দোলনে সম্পৃক্ত নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যাপস্থাপনায় সমৃদ্ধ এই বক্তব্যে তিনি সেই বিষয়টি পরিষ্কার করেছেন (টেড এক্স ব্রাসেলস এ চিত্রায়িত) ।

জো সাবিয়া: গল্প বলার প্রযুক্তি

Full Spectrum Auditions

জো সাবিয়া: গল্প বলার প্রযুক্তি
1,352,099 views

আইপ্যাড-গল্পবলিয়ে জো সাবিয়া আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন লোখার মেগেনডর্ফারের সাথে, গত শতাব্দীর একজন উদ্ভাবক যিনি গল্প বলার এক দু্র্দান্ত প্রযুক্তি - পপ-আপ বই - উদ্ভাবন করেছিলেন। সাবিয়া দেখাচ্ছেন কিভাবে নতুন নতুন প্রযুক্তি আমাদের সাহায্য করে আসছে গল্প বলায় - গুহার দেওয়াল থেকে শুরু করে তাঁর নিজের আইপ্যাড পর্যন্ত।

থমাস সুয়ারেজ: বারো বছর বয়সী অ্যাপ ডেভেলপার

TEDxManhattanBeach

থমাস সুয়ারেজ: বারো বছর বয়সী অ্যাপ ডেভেলপার
10,688,744 views

অধিকাংশ বারো বছর বয়সী ছেলেমেয়েরা ভিডিও গেম খেলতে পচ্ছন্দ করে -- কিন্তু থমাস সুয়ারেজ তা তৈরি করতে নিজেকে শিখিয়েছে | 'বাস্টিন জিবার' - একটি ওয়াক-আ-মোল খেলার মতন আইফোন অ্যাপস ডেভেলপ করার পর, সে এখন তার দক্ষতা ব্যবহার করছে অন্য বাচ্চাদের ডেভেলপার হতে সাহায্য করার জন্য |

ম্যাট কাটস: ৩০ দিনের জন্য নতুন কিছু চেষ্টা করুন

TED2011

ম্যাট কাটস: ৩০ দিনের জন্য নতুন কিছু চেষ্টা করুন
12,215,040 views

এমনকিছু কি আছে যা আপনি সবসময় করতে চাইতেন, করার ইচ্ছা ছিল, কিন্তু করে উঠতে পারেননি? ম্যাট কাটসের পরামর্শ: ৩০ দিনের জন্য সেটা চেষ্টা করে দেখুন। এই স্বল্প দৈর্ঘ্যের সহজ ভাষ্যটিতে লক্ষ্য নির্ধারণ ও অর্জন করার একটা সুন্দর ধারণা পাওয়া যায় ।

ডেভ ডিব্রন্কার্ট: পরিচিত হোন ই-পেশেন্ট ডেভের সঙ্গে

TEDxMaastricht

ডেভ ডিব্রন্কার্ট: পরিচিত হোন ই-পেশেন্ট ডেভের সঙ্গে
645,614 views

যখন ডেভ ডিব্রন্কার্ট জানতে পারলেন যে তিনি একটি বিরল এবং মারাত্মক ক্যান্সার এর শিকার, তিনি তখন একই রোগে ভুগছেন এমন রোগীদের একটি গোষ্ঠী খুঁজে বার করলেন আন্তর্জালে, এবং সেখান থেকে এমন একটা চিকিত্সা খুঁজে বার করলেন যেটা ওঁর চিকিত্সকেরাও জানতেন না| সেটি ওঁর জীবন রক্ষা করে| বর্তমানে তিনি সব রোগীদের আহ্বান জানাচ্ছেন পরস্পরের সঙ্গে কথা বলার জন্যে, যাতে তাঁরা নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত সবরকম তথ্য জানতে পারেন, এবং স্বাস্থ্য পরিষেবা উন্নততর করতে পারেন - একবারে একজন ই-পেশেন্ট।

কিছুটা পাগলাটে হওয়া প্রসঙ্গে জশুয়া ওয়াল্টার্স

Full Spectrum Auditions

কিছুটা পাগলাটে হওয়া প্রসঙ্গে জশুয়া ওয়াল্টার্স
1,851,774 views

বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত কৌতুকাভিনেতা জশুয়া ওয়াল্টার্স হেঁটেছেন মানসিক অসুস্থতা আর মানসিক দক্ষতার মাঝে সূক্ষ দড়ির উপর। তাঁর এই রসাত্মক, চিন্তার উদ্রেককারী বক্তৃতায়, তিনি প্রশ্ন করেছেন: ঔষুধপত্রের মাধ্যমে উন্মাদনা নিয়ন্ত্রণে রাখা আর ম্যানিক পর্বের সৃজনশীলতার উপর সওয়ার হওয়ার মধ্যে সঠিক সামঞ্জস্যটা কী হতে পারে?

জেডি শ্রাম  :  আত্মহত্যা সারভাইভারদের জন্য নীরবতা ভাঙুন

TEDActive 2011

জেডি শ্রাম : আত্মহত্যা সারভাইভারদের জন্য নীরবতা ভাঙুন
1,900,451 views

বাইরে থেকে আমাদের জীবন ভাল দেখা গেলেও, ভেতরে আবদ্ধ থাকতে পারে একটি দুর্ভোগের পৃথিবী, যেটা কিছু মানুষকে তাদের জীবন শেষ করার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। TEDYou তে জেডি শ্রাম আমাদের অনুরোধ করছেন আত্মহত্যা এবং আত্মহত্যা প্রচেষ্টার বিষয়ে নীরবতা ভাঙতে, এবং তৈরি করতে অতি-প্রয়োজনীয় রিসোর্সের যা সাহায্য করবে তাদের যারা মৃত্যুকে ফাঁকি দেযার পর নিজেদের জীবন সংশোধন করতে চান। রিসোর্সগুলোর লিঙ্ক: http://t.co/wsNrY9C

টেরি মুরঃ কিভাবে নিজের জুতার ফিতা বাঁধবেন

TED2005

টেরি মুরঃ কিভাবে নিজের জুতার ফিতা বাঁধবেন
7,612,252 views

টেরি মুর হঠাৎ করেই বুঝতে পারেন যে, তিনি নিজের জুতার ফিতা ভুলভাবে বাঁধছেন আজীবন। তাই TED এর মঞ্চে তিনি সবার সাথে সবচেয়ে ভালভাবে জুতা বাঁধার কৌশল বর্ণনা করেন। (ঐতিহাসিক নোটঃ এটাই প্রথম তিন মিনিটের TED বক্তৃতা যা ২০০৫ এTED এর মঞ্চে দেওয়া হয়। )

রন গাটম্যান: হাসির লুকানো শক্তি

TED2011

রন গাটম্যান: হাসির লুকানো শক্তি
5,652,656 views

রন গাটম্যান হাসি নিয়ে বেশ কিছু গবেষণার ফলাফল বিশ্লেষণ করে কিছু বিস্ময়কর তথ্য প্রকাশ করেন। আপনি কি জানতেন আপনার হাসি থেকে ধারণা করা যায় আপনি কত বছর বাঁচবেন- এমনকি একটি সাধারণ হাসিই আপনার সার্বিক সমৃদ্ধি সম্পর্কে বলে দিতে পারে? মুখের কিছু পেশীকে প্রসারিত করতে প্রস্তুত করুন যেহেতু আপনি এই বিবর্তনিক সংক্রামক আচরণ সমন্ধে আরও বেশী কিছু জানতে চলেছেন।

রিক এলিয়াসঃ আমার বিমান বিধ্বস্ত হবার সময় আমি যে তিনটি জিনিস শিখেছি

TED2011

রিক এলিয়াসঃ আমার বিমান বিধ্বস্ত হবার সময় আমি যে তিনটি জিনিস শিখেছি
7,721,543 views

রিক এলিয়াসের একটি প্রথম সারির আসন ছিল ফ্লাইট ১৫৪৯ এ, যে বিমানটি জানুয়ারী ২০০৯ সালে নিউ ইউর্কের হাডসন নদীতে বিধ্বস্ত অবস্থায় অবতরণ করেছিল। যখন বিমানটি নেমে আসছিলো তখন তার মাথায় কি চলছিল? টেডে, সে তার গল্প প্রথমবারের মত জনমানুষের সামনে তুলে ধরেন।

'বিশ্ব শান্তি গেম' নিয়ে জন হান্টার

TED2011

'বিশ্ব শান্তি গেম' নিয়ে জন হান্টার
1,558,983 views

জন হান্টার সারা দুনিয়ার সব সমস‍্যাগুলোকে একটা ৪'x৫' এর প্লাইউড বোর্ড এর উপরে আনেন -- এবং উনার ক্লাস ফোর এর বাচ্চাদেরকে সেগুলোর সমাধান করতে দেন। TED2011 তে, তিনি ব‍্যখ‍্যা করেন, কিভাবে উনার 'বিশ্ব শান্তি গেম' স্কুলের বাচ্চারা খেলে, এবং তা কেন ক্লাসরুমের লেকচারের চেয়ে অনেক বেশি স্বতস্ফুর্ত এবং অদ্ভুতভাবে অনেক জটিল সব বিষয় সহজে শিক্ষা দেয়।

জোডি উইলিয়ামস: বিশ্বশান্তি অর্জনের একটি বাস্তববাদী রুপকল্প

TEDWomen 2010

জোডি উইলিয়ামস: বিশ্বশান্তি অর্জনের একটি বাস্তববাদী রুপকল্প
821,241 views

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী জোডি উইলিয়ামস এসেছেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রতি অদম্য ভালোবাসা নিয়ে। বক্তৃতাটায় তিনি “শান্তি” প্রত্যয়টির যথার্থ অর্থ নির্ধারণ করতে চেয়েছেন তাঁর ক্ষুরধার দৃষ্টি দিয়ে আর কিছু সুনির্দিষ্ট গল্প বলে তিনি দেখিয়েছেন যে, কিরুপে সৃজনশীলভাবে সম্মিলিত সংগ্রামের মাধ্যমে দুনিয়ায় শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু করা যায়।

লেস্লী হেসল্টন - কোরআন পড়তে হলে

TEDxRainier

লেস্লী হেসল্টন - কোরআন পড়তে হলে
2,252,412 views

লেস্লী হেসল্টন একদিন কোরআন পড়া শুরু করলেন । তারপর, একজন অ-মুস্লীম, ইসলামের পবিত্র গ্রন্থে তাঁর নিজের কথায়েই -'পর্যটক' হিসেবে ঢুকে পড়ে উনি যা পেলেন, তার আশা উনি করেননি। তাঁর গভীর পাণ্ডীত্য আর উদাক্ত রসবোধ দিয়ে তিনি নিজের খুঁজে পাওয়া সৌন্দর্য্য আর রহস্যের কথা এই মিথ-ভাঙ্গা TEDxRainier এ বলছেন।

আরিয়ানা হাফিংটনঃ সফল হবেন কিভাবে? বেশি করে ঘুমান

TEDWomen 2010

আরিয়ানা হাফিংটনঃ সফল হবেন কিভাবে? বেশি করে ঘুমান
5,209,500 views

এই সংক্ষিপ্ত কথায় আরিয়ানা হাফিংটন একটা ছোট্ট চিন্তার কথা বলেন যেটা বড় আকারের উদ্ভাবনি চিন্তা জাগানোর কাজ করে; আর তা হোল এক রাতের ভাল ঘুমের শক্তি। আমাদের ঘুমের অভাব নিয়ে অহংকার না করে, তিনি আমাদেরকে তাড়া দিচ্ছেন চোখ বন্ধ করে বড় দৃশ‍্যটা দেখতে : আমরা ঘুমের মাধ‍্যমে আমাদের উৎপাদনশিলতা এবং সুখশান্তি বাড়াতে পারি -- এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করতে পারি।

ব্যারি সোয়ার্জ: আমাদের প্রায়োগিক প্রজ্ঞার ব্যবহার

TEDSalon NY2011

ব্যারি সোয়ার্জ: আমাদের প্রায়োগিক প্রজ্ঞার ব্যবহার
1,136,541 views

অন্তরঙ্গ একটা বক্তৃতায়, সহযোগী কেনেথ শার্পের সহায়তায়, ব্যারি সোয়ার্জ প্রশ্ন তুলেছেন, “কিভাবে আমরা সঠিক কাজটা করি?” তিনি বেশ কিছু গল্প বলেছেন, যেগুলোর মধ্য দিয়ে শুধুই নিয়ম মেনে চলা আর সত্যিই প্রাজ্ঞভাবে সঠিক নির্নয় করার পার্থক্যটা খুব চমৎকারভাবে চিত্রায়িত হয়েছে।

স্টেসি ক্রেমারঃ আমার টিকে যাওয়া সবচেয়ে ভাল উপহার

TED2010

স্টেসি ক্রেমারঃ আমার টিকে যাওয়া সবচেয়ে ভাল উপহার
4,110,731 views

স্টেসি ক্রেমার নাড়িয়ে দেওয়া, ব্যক্তিগত, ৩ মিনিটের নাতিদীর্ঘ এক ভাষণ দেন, যা দেখায় কিভাবে একটি অনাকাঙ্খিত অভিজ্ঞতা--ভীতিকর, দুঃখজনক, ব্যয়বহুল--হয়ে যেতে পারে মূল্যবান এক উপহার।

'স্বশিক্ষা' বিষয়ে সুগতা মিত্র'র নতুন গবেষণা

TEDGlobal 2010

'স্বশিক্ষা' বিষয়ে সুগতা মিত্র'র নতুন গবেষণা
3,097,850 views

শিক্ষা বিজ্ঞানী সুগতা মিত্র শিক্ষা বিষষক বৃহত্তম সমস‍্যাটি নিয়ে কাজ করেন সেটি হলো -- যেখানে সবচেয়ে ভালো স্কুল এবং শিক্ষক প্রয়োজন সেখানেই এগুলোর কোন অস্তিত্ব থাকে না। নয়া দিল্লি থেকে শুরু করে দক্ষিন আফ্রিকা, ইতালির বিভিন্ন যায়গায় ক্রমান্বয়ে বাস্তবধর্মী গবেষণায়, তিনি শিশুদের নিজস্ব-তত্ত্বাবধানে ইন্টারনেট ব‍্যবহারের সুযোগ দেন এবং তার ফলাফল দেখেন, এই ফলাফল, শিক্ষাদান বিষয়ে আমাদের ধারণার বিপ্লব ঘটিয়ে দিতে পারে।

ডেরেক সিভার্স: আপনার লক্ষ্যকে আপনার কাছেই রাখুন

TEDGlobal 2010

ডেরেক সিভার্স: আপনার লক্ষ্যকে আপনার কাছেই রাখুন
6,371,544 views

জীবনের নতুন এক দারুণ পরিকল্পনা গ্রহণ করার পর আমরা তা সবার সাথে শেয়ার করে থাকি, কিন্তু ডেরেক সিভার্সের মতে এই লক্ষ্যগুলোকে লুকিয়ে রাখাই ভাল। তার গবেষণায় ১৯২০ সালের মত পুরনো উদাহরণ দিয়ে তিনি দেখান যে যারা তাদের আকাংক্ষার কথা প্রকাশ করে তাদের তা পূরণ হবার সম্ভাবনা কম থাকে।

শেরীল উডান : আমাদের শতাব্দীর বৃহত্তম অবিচার

TEDGlobal 2010

শেরীল উডান : আমাদের শতাব্দীর বৃহত্তম অবিচার
1,194,863 views

শেরীল উডানের বই 'Half the Sky' বিশ্বজুড়ে নারী নিপীড়ন নিয়ে তদন্ত করে। তাঁর গল্পগুলো আঘাত দেয়। যখন উন্নয়নশীল দেশের মহিলারা শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগের সমান অধিকার পাবে, কেবলমাত্র তখনই আমরা আমাদের সব মানব সম্পদ ব্যবহার করতে পারব।

হান্স রসলিং: বাক্সের মাধ্যমে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি

TED@Cannes

হান্স রসলিং: বাক্সের মাধ্যমে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি
3,914,736 views

বিশ্বের জনসংখ্যা আগামী ৫০ বছরে ৯ বিলিয়নে পৌছাবে-- এবং শুধুমাত্র সবচেয়ে দরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নই জনসংখ্যা বৃদ্ধিকে রোধ করতে পারে। এই সেই স্ব-বিরোধী উত্তর যা হান্স রসলিং উন্মোচিত করেন TED@Cannes এ রঙিন উপাত্ত প্রদর্শনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে (আপনি দেখবেন)।

মিচেল যোয়াকিম: বাড়ি না বানিয়ে, উৎপন্ন করুন!

TED2010

মিচেল যোয়াকিম: বাড়ি না বানিয়ে, উৎপন্ন করুন!
1,626,721 views

TED ফেলো এবং আরবান ডিজাইনার মিচেল যোয়াকিম তার চিন্তাধারা উপস্থাপন করছেন টেকসই, অর্গানিক স্থাপত‍্য: পরিবেশ-বান্ধব নীড় এর ব‍্যপারে যা উৎপন্ন করা হয়েছে গাছ থেকে আর -- দাঁড়ান -- মাংস থেকে।

স্যার কেন্‌ রবিনসনঃ শিক্ষায় বিপ্লব আনুন !

TED2010

স্যার কেন্‌ রবিনসনঃ শিক্ষায় বিপ্লব আনুন !
9,209,583 views

উপকথার মত বিখ্যাত তাঁর ২০০৬-এর বক্তৃতার অনুবৃত্তি এই মর্মস্পর্শী, কৌতুকময় বর্তমান বক্তৃতায় স্যার কেন্‌ রবিনসন সবার জন্য একই ধাঁচের স্কুলের পরিবর্তে প্রত্যকের উপযোগী এক বৈপ্লবিক শিক্ষাব্যবস্থার উপস্থাপনা করেছেন যে ব্যবস্থার পরিমণ্ডলে বিকশিত হতে পারে শিশুদের সহজাত প্রতিভা ।

সাইমন সিনেক: কিভাবে মহান নেতারা কর্মোদ্দীপনায় অনুপ্রাণিত করেন

TEDxPuget Sound

সাইমন সিনেক: কিভাবে মহান নেতারা কর্মোদ্দীপনায় অনুপ্রাণিত করেন
48,856,581 views

সাইমন সিনেক অনুপ্রেরণামূলক নেতৃত্বের জন্য একটি সরল কিন্তু শক্তিশালী নকশার উদ্ভাবক যা শুরু হয় একটি স্বর্ণবৃত্ত এবং একটি "কেন?" প্রশ্ন দিয়ে। উদাহরণ হিসেবে তিনি অ্যাপল, মার্টিন লুথার কিং এবং রাইট ভ্রাতৃদ্বয়ের কথা এবং বিপরীত উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন টিভো কোম্পানির কথা (সম্প্রতি একটি মামলায় জিতে তাদের স্টকের মূল্য তিনগুণ হওয়ার আগে) যা টিকে থাকার জন্য সংগ্রাম করছিল।

আদোরা সভিতাকঃ বড়রা ছোটদের কাছ থেকে যা শিখতে পারে।

TED2010

আদোরা সভিতাকঃ বড়রা ছোটদের কাছ থেকে যা শিখতে পারে।
6,022,458 views

শিশু বিদ‍্যান আদোরা সভিতাক বলেন যে পৃথিবীতে এখন দরকার "শিশুতোষ" চিন্তাধারাঃ সাহসী ধারণা, অদম্য সৃজনশীলতা, এবং বিশেষ করে, আশাবাদী মনোভাব। তার কথায়, শিশুদের বড় স্বপ্নগুলো উচ্চাশার উপযুক্ত যা শুরু হওয়া উচিৎ বড়দের ছোটদেরকে যতটুকু শেখান, ঠিক ততটুকুই তাদের কাছ থেকে শেখার অভিলাষ থেকে।

ডেরেক সিভার্স: কিভাবে একটি আন্দোলন শুরু করবেন

TED2010

ডেরেক সিভার্স: কিভাবে একটি আন্দোলন শুরু করবেন
8,596,071 views

কিছু চমৎকার ভিডিওর সাহায্যে ডেরেক সিভার্স বিশ্লেষণ করছেন কিভাবে সত্যিকার অর্থে আন্দোলন শুরু হয়। (ইঙ্গিত: এর জন্য দু জন প্রয়োজন)

শুক্লা বোসঃ একটি করে শিশুকে শিক্ষা দান

TEDIndia 2009

শুক্লা বোসঃ একটি করে শিশুকে শিক্ষা দান
1,150,758 views

শুক্লা বোস বলেন, দরিদ্র জনগষ্ঠিকে শিক্ষা দানের ব‍্যপারটা শুধু পরিসংখ‍্যানের খেলার চেয়ে অনেক বড় । তিনি তার পরিক্রমা হিউম্যানিটি ফাউন্ডেশনের গল্প বললেন যেটা ভয়াবহ পরিসংখ্যানকে পেছনে ফেলে প্রতে‍্যকটি শিশুকে একেকজন ব‍্যক্তি হিসেবে গন‍্য করে শিক্ষা দানের মাধ্যমে ভারতের বস্তিগুলোতে আশার সঞ্চার করছে।

রবার্ট গুপ্তা: সঙ্গীত হলো ঔষধ, সঙ্গীত হলো মানসিক সুস্থতা

TED2010

রবার্ট গুপ্তা: সঙ্গীত হলো ঔষধ, সঙ্গীত হলো মানসিক সুস্থতা
1,333,855 views

রবার্ট গুপ্তা, এলএ ফিলহারমোনিক অর্কেষ্ট্রার বেহালাবাদক, কথা বলেছেন, তার একটা শিক্ষা নিয়ে, একসময় যেটা তিনি দিয়েছিলেন একজন দুর্দান্ত, স্কিজোফ্রেনিক সঙ্গীতজ্ঞকে -- আর যা তিনি শিখেছিলেন তা নিয়ে। এর পরে, গুপ্তা বাজিয়েছেন বাখের চেলো সুইট নং-১ এর উপক্রমিকাটি নিয়ে তাঁর নিজস্ব উপলব্ধির অনুলিপি।